করোনায় ভারতে মৃত্যু ৮০ হাজার ছাড়াল

  15-09-2020 09:58AM


পিএনএস ডেস্ক: ভারতে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। মোট শনাক্ত ৪৯ লাখের বেশি। দেশটিতে একদিনে শনাক্ত ৮১ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে গত এক মাসে মৃত্যু কমলেও, গত দুই সপ্তাহে ১৬টি অঙ্গরাজ্যে সংক্রমণ বেড়েছে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের আরকানসাস, ইলিনয়, নর্থ ডাকোটা, সাউথ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকন্সিন এবং ওয়ায়োমিং অঙ্গরাজ্যে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত কমলেও দেশটি তৈরি হচ্ছে নতুন নতুন হটস্পট।

এদিকে, যুক্তরাজ্যের পর ব্রাজিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন তা বন্ধ থাকবে।

রাশিয়ার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়ালে অংশ নেবে ৫৫ হাজার স্বেচ্ছাসেবী। নভেম্বরের মধ্যে ফলাফল পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। বিশ্বে করোনায় মোট মৃত্যু ৯ লাখ ৩২ হাজারের বেশি। শনাক্ত ২ কোটি ৯৪ লাখের বেশি। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন