বিরল তুষারপাত, ঢেকে গেছে সৌদির মরুভূমি

  17-03-2024 03:41AM

পিএনএস ডেস্ক : তুষারপাতে ঢেকে গেছে সৌদি আরবেরে আফিফ মরুভূমি। বিরল এ ঘটনা স্থানীয় অধিবাসীদের যেমন অবাক করেছে। তেমনি মুগ্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও।

গাল্ফ নিউজের প্রতিবেদন মতে, শুক্রবার (১৫ মার্চ) সৌদির আফিফ মরুভূমি অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়। এরপরই শুরু হয় তুষারপাত। আর তাতেই ঢেকে যায় মরুভূমি। রূপ নেয় সাদা তুষারের গালিচায়।

বিরল তুষারপাতের এ ঘটনায় বিস্মিত স্থানীয় অধিবাসীরা। তারা এ ঘটনার সাক্ষী হয়ে থাকতে এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ একটি নিম্নচাপ দেশটির উত্তর দিকে ক্রমেই এগিয়ে আসছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন