যুক্তরাষ্ট্রে ধাক্কায় ভেঙে পড়ল সেতু, জাহাজের সব ক্রু ভারতীয়

  26-03-2024 09:32PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় ওই সেতুতে থাকা অনেক যানবাহন ও মানুষজন পড়ে যায় নদীতে। এতে আছে হতাহতের আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান। এর মধ্যেই জানা গেছে, ‘ফ্রান্সিস স্কট কী’ নামের সেতুটিতে ধাক্কা দেয়া ওই জাহাজের সব ক্রু ছিলেন ভারতীয়।

মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, ভারতীয় ক্রু থাকার বিষয়টি নিশ্চিত করেছে শিপিং কোম্পানি মায়েরস্ক। যেটি ‘ডালি’ নামে সিঙ্গাপুরের পতাকাযুক্ত কন্টেইনার জাহাজটি পরিচালনা করছিল।

জাহাজটিতে ২২ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং তারা সবাই অক্ষত আছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাল্টিমোর শহরের ফায়ার বিভাগের যোগাযোগ পরিচালক কেভিন ক্যাটরাইট বিষয়টি নিশ্চিত করে বলেছেন, একটি বড় জাহাজ সেতুর সঙ্গে আটকে গিয়েছিল। ফলে এটি ধসে প্যাটাপস্কো নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, সেতু ধসে অন্তত সাতজন ব্যক্তি ও বহু যানবাহন নদীতে পড়ে গেছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন