ধর্মীয় অনুভূতিতে আঘাত, রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা

  19-04-2017 03:25PM

পিএনএস, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান উল আরেফিন মামলার বরাত দিয়ে জানান, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘যদি বাংলার মানুষ জানতো সংবিধান বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার, তবে ৩০ লাখ শহীদের কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না।’

মামলায় বাদী অভিযোগ করেন, রাব্বির ওই বক্তব্যে বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল। তাছাড়া এটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

আইনজীবী সুলতান উল আরেফিন আরও জানান, নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে শুনানি শেষে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটির (পিপি) ওয়াজেদ আলী খোকন মামলার সত্যতা স্বীকার করেছেন।

মামলার বিবাদী রফিউর রাব্বি জানান, মামলাটি হেফাজতকে দিয়ে করানো হয়েছে। তবে মামলার কপি হাতে পেয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন