প্রশাসন কখনো স্বাধীন বিচার বিভাগ চায়নি : প্রধান বিচারপতি

  25-04-2017 07:08PM

পিএনএস ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, প্রশাসন কখনো চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, বরাবরই তারা বিমাতাসুলভ আচরণ করে আসছে।

মঙ্গলবার বিকালে হবিগঞ্জ বার লাইব্রেরিতে তাকে দেয়া এক সংবর্ধনায় তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, 'শুধু এ সরকার নয়, সব সরকারের আমলেই একই চিত্র। প্রশাসন কোনদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে, তাদেরকে পরিচালনা করে কয়েকজন আমলা।'

'সত্যি কথাটি তাদের কাছে উপস্থাপন করা হয় না। যার পরিপ্রেক্ষিতে তারা মনে করে, বিচার বিভাগ তাদের একটি প্রতিপক্ষ। এটি ভুল ধারণা' যোগ করেন তিনি।

এস কে সিনহা বলেন, বিচার বিভাগ কখনো কারো প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে না। বিচার বিভাগ সবসময় একটি ভারসাম্য রক্ষা করে চলে। তাদেরও কোনো কিছুতে ত্রুটি থাকলে প্রতিকারের জন্য বিচার বিভাগের কাছেই আসতে হয়।

তিনি বলেন, 'আমরা তাদেরও বিচার করে থাকি। কেউ যখন প্রশাসনের কাছে নিরাপত্তা পায় না এবং চাকরি ও প্রমোশন নিয়ে বৈষম্যের শিকার হলে, তখন আমরা বিচার বিভাগই এর সমাধান দিয়ে থাকি।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোছাব্বির। বর্তমান সাধারণ সম্পাদক জমশেদ মিয়া ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের পরিচালনায় এতে বক্তৃতা করেন- জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, অ্যাডভোকেট চৌধুরী আবুল হাই, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত, নূরুল আমিন, অফিল উদ্দিন, সিরাজুল হক চৌধুরী প্রমুখ

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন