ক্ষমা চাইতে বিচারপতি খায়রুল হককে আইনি নোটিশ

  13-08-2017 03:51PM


পিএনএস ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী বিএম সুলতান মাহমুদ এই নোটিশ পাঠান।

আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ‘গত ৯ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল।’

সুলতান মাহমুদ বলেন, ‘তিনি (খায়রুল হক) প্রধান বিচারপতিকে প্রধান শিক্ষক আর অন্য বিচারপতিদের ছাত্র বলেছেন, যা সম্পূর্ণভাবে বেআইনি। একজন সাবেক প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে এভাবে কথা বলতে পারেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন