সুনামগঞ্জে মাস্কের দাম বেশি রাখায় ২১ হাজার টাকা জরিমানা

  12-03-2020 12:21AM



পিএনএস ডেস্ক: মাস্কের দাম বেশি রাখায় সুনামগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার রাতে অভিযানে পাঁচটি গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ন্যায্যমূল্যে বিক্রির তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে ব্যবসায়ীদের।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, মাস্কের দাম বেশি রাখার খবর পেয়ে শহরের হকার্স মার্কেট ও ডিএস রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাস্কের দাম বেশি রাখার সত্যতা পেয়ে সুফিয়া গার্মেন্ট অ্যান্ড এম্পোরিয়াম, ম্যানস ওয়াল্ডসহ পাঁচটি গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি করছেন। বিষয়টি সম্পর্কে আমাদের অবগত করা হলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন