প্রদীপের বিরুদ্ধে আরো এক মামলা

  13-09-2020 08:32PM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছে।

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে এ মামলা করা হয়। মামলাটি করেন টেকনাফের হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার নূর বেগম।

বাদীপক্ষের আইনজীবী জুলখান নাইন জিল্লুর জানান, ৪ এপ্রিল নূর বেগমের ভাই মিজানুর রহমানকে আটক করে টেকনাফ থানার পুলিশ। ওই সময় পুলিশ তার বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে বন্দুকযুদ্ধে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে পরিবার নানাভাবে চেষ্টা করে দুই লাখ টাকা জোগাড় করে পুলিশকে দেয়। কিন্তু আরো ১৮ লাখ টাকা দিতে না পারায় ৫ এপ্রিল রাতে নিজের এলাকায় এনে মিজানুর রহমানকে বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হয়।

তিনি আরো বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছে আদালত। এ ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কি না তা আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন