শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  20-01-2021 08:48PM

পিএনএস ডেস্ক : নির্মাণাধীন পদ্মা সেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন দাখিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট আবেদন দাখিল করেন।

কামরুজ্জামান স্বাধীন জানিয়েছেন, রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান দিনি।

রিটকারী আইনজীবী বলেন, ‘পদ্মা সেতুতে অর্থায়ন করতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা অস্বীকার করে। তারা অর্থায়ন ফিরিয়ে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই দৃঢ়তার কারণেই আজ পদ্মা সেতু পূর্ণতা পেতে চলেছে। এই বিবেচনায় পদ্মা সেতুর নাম ‘‘শেখ হাসিনা সেতু’’ হওয়া উচিত।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন