আজ জিএফএমডি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  10-12-2016 07:06AM



পিএনএস ডেস্ক : অভিবাসীদের স্বার্থ রক্ষায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) আন্তর্জাতিক সম্মেলন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এর উদ্বোধন করা হবে। বিশ্বের প্রায় ৭৩ দেশের ২০ মন্ত্রী ও ২৭ সংস্থার প্রায় সাড়ে ৫০০ প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিতে নিবন্ধন করেছেন।

অভিবাসী ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরামের নবম এই সম্মেলন বাংলাদেশ হোস্ট হিসেবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসন- এই তিনটিকে মূল ধরে এবারের সম্মেলনে মোট ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন