`ওদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে বাংলাদেশ’

  16-01-2017 08:00AM



পিএনএস, গোপালগঞ্জ: ‘১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শংকিত থাকা পশ্চিমা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে বাংলাদেশ।’ বলেছেন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
রবিবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহরের শিশু শিক্ষা প্রতিষ্ঠান সোনালী স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের শিশুদের তাদের আইসিটি জেনারেশন হিসেবে প্রস্তুত করতে হবে। তাদের মধ্যে ডিজিটাল ইনভারমেন্ট তৈরি করতে হবে। যাতে পৃথিবীর অন্যান্য দেশের শিশুদের সামনে আমাদের দেশের শিশুরা বুক ফুলিয়ে প্রতিযোগিতা করতে পারে।’
বেনজীর আহমেদ বলেন, ‘১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শংকিত থাকা পশ্চিমা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের দেশে যারা শিক্ষাগ্রহণ করছে তাদের গ্লোবাল ওয়াইজ শিক্ষাগ্রহণ করতে হবে।’ র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন,
সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজুমল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এস.এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস ও মৃণাল কান্তি রায় চৌধুরী বক্তব্য রাখেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন