আবুধাবিতে প্রধানমন্ত্রী

  17-09-2017 01:01AM

পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতি করেছেন। বর্তমানে তিনি আবুধাবির উপকণ্ঠের সাংগ্রিলা হোটেলে অবস্থান করছেন।

আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার এ তথ্য জানান।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আমিরাত সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১১ ফ্লাইটে প্রধানমন্ত্রী এসে পৌঁছান।

এ সময় আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নাসির তালুকদারের নেতৃত্বে আমিরাত আওয়ামী পরিবারের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

যাত্রাবিরতির পর রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় ইতিহাদ এয়ারলাইন্সের ইওয়াই-১০১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষে আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২ অক্টোবর দেশে ফিরবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন