পল্টনে বিকট শব্দে ম্যানহোলে বিস্ফোরণ, আহত ১

  15-01-2020 04:29PM

পিএনএস ডেস্ক: ঢাকার পুরানা পল্টনে বিকট শব্দে ম্যানহোলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুর নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ম্যানহোলের ওপরের একটি স্ল্যাব (ঢাকনা) খুলে যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। একজনকে মাটিতে পরে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকট শব্দে ম্যানহোলে বিষ্ফোরণের খবর পেয়েছি। ম্যানহোলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। আমরা কাজ করছি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন