দেশের মানুষ সময় মতো ভ্যাকসিন পাবে : স্বাস্থ্যমন্ত্রী

  19-10-2020 01:18AM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের যে ভ্যাকসিনটি কম দামে ও দ্রুত সময়ে পাওয়া যাবে, সেটি বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোসাইটি অব সার্জন বাংলাদেশ আয়োজিত ‘কোভিড-১৯ দুর্যোগে সার্জনদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আবহাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ ভ্যাকসিন সরকার আমদানি করবে স্বল্পমূল্যে এবং অতি শীঘ্রই। আর বাংলাদেশের মানুষ সময় মতো ভ্যাকসিন পাবে। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা নিয়ে আমরা কাজ করছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় বিশ্বের বহু উন্নত দেশ কাবু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সীমিত তার জনবল ও প্রযুক্তি নিয়েও সকলের পরিশ্রমে অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে। আর তা সম্ভব হয়েছে দেশের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের কারণেই।’

জাহিদ মালেক বলেন, ‘আমেরিকার জনসংখ্যার তুলনায় অনেক বেশি মানুষ মারা গেছে। ইউরোপের চার-পাঁচ কোটি জনসংখ্যার মধ্যে অনেক মানুষ মারা গেছে। কিন্তু আমাদের ১৮ কোটির মধ্যে ৫ হাজার মারা গেছে। এসব তুলনা করলে বুঝতে পারি আমরা কোন অবস্থানে আছি। সেজন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেন। অনেকে নেতিবাচক কথা বলে, কিন্তু আমরা পিছপা হইনি। দেশের জন্য কাজ করে গেছি।’

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যেনো সংক্রমণ না বাড়ে প্রধানমন্ত্রী সেদিকে খেয়াল রাখতে বলেছেন। সামনে শীতকাল আসছে। এসময় করোনা দ্বিতীয় ঢেউ বা সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ আমেরিকায় শুরু হয়েছে। এ সময়টাতে সব কিছু স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।‘

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রায়াল-২ শেষ করেছে গ্লোব বায়োটেকের টিকাটি। এটি যদি কার্যকর হয়, তবে তা বিবেচনায় নেওয়া হবে। কোন ভ্যাকসিনটি নেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আবদুল আজিজ, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সহ সভাপতি এ জেড এম মোসতাক হোসেন, স্বাচিপ সাধারণ সম্পাদক এম এ আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন