হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত ২

  23-01-2021 08:36PM

পিএনএস ডেস্ক: রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মোটরসাইকেলচালক আক্তার হোসেন (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিন (৪০)।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আকতার হোসেন মোটরসাইকেল নিয়ে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের কাছে আসেন। এ সময় দ্রুতগামী জৈন্তাপুর বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। মোটরসাইকেলটি মফিজুল ইসলামের উপরে পড়ে। পরে দুজনই আহত হন। এরপর স্থানীয়রা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আক্তার হোসেন নারায়ণগঞ্জের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মফিজুল ইসলাম কমিউনিটি পুলিশে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। আক্তার হোসেনের বাসা আজিমপুর স্টাফ কোয়ার্টারে। তার স্ত্রী ঢাকা ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন