আগামী ২ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে

  27-02-2021 02:44AM

পিএনএস ডেস্ক : সারাদেশে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবারের (২৫ ফেব্রুয়ারি) চেয়ে শুক্রবার তাপমাত্রা বেড়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনও তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের ২ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আজ সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন