আবারো সাকিবকে শাস্তি

  08-12-2016 10:42PM

পিএনএস: আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে আবারো শাস্তি পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

বিপিএলে প্রথম কোয়ালিফাই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান সাকিব। খুলনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে খুলনা টাইটানসের ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহি।

তবে সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার খালেদ মাহমুদ। তখন আম্পায়ারের কাছে যান অধিনায়ক সাকিব আল হাসান এবং বোলার রাহিও।

এ সময় আম্পায়ারের সঙ্গে ঢাকার খেলোয়াড়দের তর্ক করতে দেখা যায়। আম্পায়ারকে আঙুল তুলে কর্কশ ভাষায় কথাও বলেছিলেন সাকিব।

ম্যাচ শেষে সাকিবের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান।

পরে সাকিবের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

এর আগেও ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন সাকিব।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন