ইনজুরিতে সাদমান, রাওয়ালপিন্ডি টেস্টে অনিশ্চিত

  29-01-2020 02:41AM

পিএনএস ডেস্ক: টেস্ট ফরম্যাটে ওপেনিংয়ে বাংলাদেশ ক্রিকেট দলে তামিমের সঙ্গে বর্তমানে এক নম্বর পছন্দ সাদমান ইসলাম। তবে কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। ফলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দফায় সফরের একমাত্র টেস্টে অনিশ্চত হয়ে পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল স্টাফরা এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন এই ওপেনারকে।

গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে ভারতের ব্যাঙ্গালুরুতে চার দিনের ম্যাচ খেলতে যান সাদমান। সেসময়ই প্রথম ইনজুরিতে পড়েন তিনি। এরপর কিছুটা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলেন। এরপর জাতীয় দলের সূচি না থাকলেও এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি সাদমান।

ইনজুরির কারণে বিপিএলে খেলেননি সাদমান। একই কারণে ডাক পাননি বিসিএলেও। তার ইনজুরির বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘অনেকদিন ধরেই ইনজুরিতে আছেন সাদমান। তাই তাকে বিসিএলে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি একটা ইনজেকশন নিয়েছেন। তাকে এ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। ইনজুরির কারণে ফ্রাঞ্চাইজিকে বলা হয়েছিল তাকে দলের বাইরে রাখতে।’

তিনি আরো বলেন, ‘দুই-তিনদিন পর আমরা আবার তার অবস্থা পর্যবেক্ষণ করবো। এরপরই বুঝতে পারবো পাকিস্তান সফরের জন্য তিনি বিবেচিত হবেন কি না। এটা তার পুরনো ইনজুরি। ব্যাট ধরলেই তার হাতে ব্যথা বাড়ছে। এমন ইনজুরি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলা যায় কিন্তু লম্বা সময়ের ক্রিকেট খেলা যায়না।’

শেষ পর্যন্ত সাদমান পাকিস্তান সফরে খেলবেন কি না তা জানা যাবে কিছুদিন পরই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন