মুস্তাফিজ আজ খেলবেন কি না জানালেন চেন্নাই কোচ

  08-04-2024 05:37PM

পিএনএস ডেস্ক: চলমান আইপিএলে শুরুটা দারুণ হয়েছিল মুস্তাফিজের। চেন্নাইয়ের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচ খেলে ফিজের শিকার ৭ উইকেট। আইপিএলের মাঝপথেই বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজ সারতে ঢাকায় আসেন এই টাইগার পেসার। ইতোমধ্যেই পুনরায় চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ।

সোমবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। কেকেআরের বিপক্ষে মুস্তাফিজকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। টানা দুই ম্যাচ হারা চেন্নাইও চাইবে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে।

কেকেআরের বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে চেন্নাইয়ের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ওর ব্যাপারে আমরা নিশ্চিত নই। ও পাসপোর্টের জন্য বাংলাদেশে গিয়েছিল। এবার দেখা যাক কী হয়। তবে আমরা দল হিসেবে এই সব পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকি।’

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, ড্যারিয়েল মিচেল, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনী, দীপক চাহার, তুষার দেশপান্ডে, শার্দিল ঠাকুর, মুস্তাফিজুর রহমান

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন