ঘটনাবহুল ম্যাচে বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

  17-04-2024 03:10AM

পিএনএস ডেস্ক : প্রথম লেগে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে ফিরতি লেগে নেমে শুরুতেই এগিয়ে গেল বার্সেলোনা। তবে চিত্র পাল্টে গেল দ্রুতই। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে প্রবল চাপ বাড়াল পিএসজি। প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল লুইস এনরিকের দল।

কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে বার্সেলোনার মাঠে পিএসজির জয় ৪-১ গোলে।

দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেল পরের ধাপে।

ফিরতি লেগে রাফিনিয়া শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের আধা ঘন্টার আগেই লাল কার্ড দেখেন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। প্রথমার্ধেই পিএসজির হয়ে ম্যাচে সমতা টানেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ভিতিনিয়া দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে।

আরাউহোর পাশাপাশি বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস এবং তাদের সাপোর্ট স্টাফের আরও এক সদস্য লাল কার্ড দেখেন এই ম্যাচে।

প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতেছিল কাতালান দলটি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন