৬ষ্ঠ ওভারে উইকেট হারালো বাংলাদেশ

  01-10-2016 03:14PM

পিএনএস : শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ ওভারে তাদরে সংগ্রহ ছিল ২০ রান। কিন্তু ৬ষ্ঠ ওভারে উইকেট খোয়ালো বাংলাদেশ। সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। ১১ বলে ১১ রান করে মিরওয়াইস আশরাফের বলে আউট হন তিনি।

ক্রিজে এসেছেন সাব্বির রহমান। তামিমের সাথে জুটি বেধেছেন।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছে আফগানিস্তান। আজকের ম্যাচে জয়ীদলই সিরিজ জিতবে।

এছাড়া আজকের ম্যাচটি জিতলে শততম ওয়ানডে ম্যাচজয় হবে বাংলাদেশের। পাশাপাশি অধিনায়ক মাশরাফি সাফল্যের অনন্য চূড়ায় উঠবেন। কারণ এই দলটিকে যে নেতৃত্ব দিচ্ছেন তিনিই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মিরওয়াইস আশরাফ ও দৌলত জাদরান।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন