সাড়ে ৪ হাজার ই-কমার্স সাইট বন্ধ

  01-12-2016 11:59AM

পিএনএস ডেস্ক: নকল পণ্য বিক্রির অভিযোগে সাড়ে ৪ হাজার ই-কমার্স সাইট বন্ধ করে দিয়েছে ইউরোপোল।

ইউরোপোল বলছে, ই-কমার্সের সুবিধার কারণে যে কারো কাছে যে কেনো কিছু বিক্রি করা সম্ভব হচ্ছে। জালিয়াত চক্র এ বিষয়টা খুব ভালো বুঝতে পারছে এবং তারা এ সুযোগটি নিচ্ছে। তবে এ চ্যানেলে নকল পণ্য বিক্রির কথা জানিয়ে ইউরোপোল বলেছে, এগেুলো দেখতে আসলে মনে হলেও তা ক্রেতার স্বাস্থ্য ও নিরাপত্তার উপর মারাত্মক আঘাত হানতে সক্ষম।

অভিযানের অংশ হিসেবে ডাচ অ্যান্টি-ফ্রড পুলিশ নেদারল্যান্ডসের বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতারও করেছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন