ব্যাটারি ছাড়া স্মার্টফোন!

  03-02-2017 01:44AM

পিএনএস ডেস্ক: স্মার্টফোনের বাজারে বেশ চমক নিয়ে ফিরতে যাচ্ছে এলজি। এলজির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এলজির এই নতুন ফোনে থাকছে বিশেষ চমক।

ফোনের ব্যাটারি খোলার অপশনটি বাদ দিয়ে দিচ্ছে তারা। ব্যাটারি ফিক্সড থাকবে। আর ফোন হবে ওয়াটার প্রুফ। তাদের নতুন এই ফোন ‘জি-৬’। এলজি’র এই পরিবর্তন অ্যাপল, স্যামসাং এবং সনির মতো ব্র্যান্ডের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।

বরাবর অ্যাডভান্সড স্মার্টফোন তৈরি করে আসছে এলজি। নতুন জি-৬ আরো বেশি উন্নত। ব্যাটরি ফিক্সড করে ওয়াটারপ্রুফ করা হবে।

শোনা যাচ্ছে, জি-৬ আসবে গুগল অ্যাসিস্টেন্ট নিয়ে। এর নাম হতে পারে বিক্সবি। সি নেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এলজি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর নিয়েই আসতে পারে। তবে স্যামসাংয়ের এস-৮ এর কিছু আগেই বাজারে আসবে এলজির এই স্মার্টফোন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন