নারায়ণগঞ্জে ছোটদের বিজ্ঞান মেলা

  22-02-2017 07:42PM

পিএনএস : নারায়ণগঞ্জে বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ দিতে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ছোটদের বিজ্ঞান মেলা ‘খুদে বিজ্ঞানীদের রাজ্য’।

ফতুল্লার জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অবস্থিত একটি মাঠে বুধবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন তুলে ধরে। শিশু সংগঠন 'নব প্রজন্ম' দ্বিতীয়বারের মতো মেলাটির আয়োজন করে।

শিক্ষার্থীরা সুন্দরবন বাঁচানোর আধুনিক পদ্ধতি, থ্রি-ডি গ্লাস, পানি অপচয় রোধ, পানি আর্সেনিক মুক্ত করার পদ্ধতি, আধুনিক ধান ক্ষেত, পরিবেশ দূষণ ও প্রতিকার ভাবনা বিষয়ক নানা উদ্ভাবন তুলে ধরে।

এরপর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া উৎসবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। চিন্ময় সেন গুপ্তের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক কল্যাণী সেবা সংস্থার সভাপতি ডা. জিএম জাব্বার চিশতি।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাসা বিজ্ঞান ক্লাবের সভাপতি সাগর, গণিত অলিম্পিয়াডে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জুনায়েদ দেওয়ান কামাল নিবিড় প্রমুখ।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন