স্কাইপ সাজছে নতুন রূপে

  13-06-2017 11:47AM

পিএনএস ডেস্ক:নতুন করে সাজানো হয়েছে যোগাযোগের অ্যাপ স্কাইপকে। নতুন চেহারার অ্যাপটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। অ্যান্ড্রয়েডে স্কাইপের এটি অষ্টম (৮.০) সংস্করণ।

শিগগিরই আইওএস প্ল্যাটফর্মে নতুন নকশার অ্যাপটি ছাড়বে মাইক্রোসফট। আগামী কয়েক মাসের মধ্যে উইন্ডোজ ও ম্যাক সংস্করণে নতুন সংস্করণের স্কাইপ পাওয়া যাবে।

এবার অ্যাপটি ব্যবহার করে সহজে গ্রুপ চ্যাট করা যাবে। খুব সহজে বিভিন্ন বিষয় শেয়ার করা যাবে। এ ছাড়া স্কাইপে পছন্দ অনুযায়ী রঙে সাজানো যাবে। প্রতিটি চ্যাটে প্রতিক্রিয়া জানানো যাবে।

স্কাইপে চ্যাট ট্যাবের সঙ্গে নতুন করে এসেছে হাইলাইট ট্যাব। এ ট্যাব থেকে প্রতিদিনের ছবি ও ভিডিও মিলিয়ে হাইলাইট রিল তৈরি করে তা সবার সঙ্গে শেয়ার করা যাবে। হাইলাইট পোস্টে প্রতিক্রিয়া জানানো যাবে।

স্কাইপে যুক্ত হয়েছে ক্যাপচার নামের আরেকটি ট্যাব। এই ট্যাব ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে এবং তা চ্যাট আকারে পোস্ট করা যাবে। স্কাইপে নতুন ফিচার হিসেবে এসেছে ফাইন্ড। ওয়েব কনটেন্ট অনুসন্ধান করতে ফাইন্ড ব্যবহার করা যাবে।

অনলাইনে ছাড়লেই গুগলের প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন