সন্তান যখন ডুবছিল, মা তখন ফেসবুকে!

  25-06-2017 11:43AM

পিএনএস ডেস্ক : ফেসবুকের এতটাই আকর্ষণ যে, চারপাশে কী ঘটছে সে খেয়াল থাকে না! যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। বাথটাবে শিশুকে বসিয়ে পানি ছেড়ে মা ফেসবুক নিয়ে বসে গেছেন। এরপর ভুলে গেছেন শিশুর কথা। এর ফলে মারা গেছে তাঁর ৮ মাসের শিশুকন্যা।

২৩ জুন এবিসি নিউজের এক খবরে বলা হয়েছে, ২১ বছর বয়সী নর্থ টেক্সাসের ওই তরুণীর বিরুদ্ধে সন্তানের প্রতি দায়িত্বহীনতার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ৮ মাস বয়সী শিশুর দিকে খেয়াল রাখার পরিবর্তে ফেসবুকে বার্তা পাঠাতেই ব্যস্ত ছিলেন সিয়েনি সামার স্টাকি নামের ওই তরুণী।
সিয়েনি সামার স্টাকির অন্য সন্তানদের শিশুকল্যাণ কর্তৃপক্ষ হেফাজতে নিয়েছে।

পুলিশের কাছে অবশ্য কয়েক মিনিট ফেসবুকে থাকার কথা বলেছেন স্টাকি। কিন্তু কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখেছে, বাথটাবে পানি চালু করে টানা ১৮ মিনিট অন্য ঘরে গিয়ে ফেসবুকে ব্যস্ত ছিলেন ওই মা। পরে ফিরে এসে দেখেন শিশুটি সাড়া দিচ্ছে না। এরপর জরুরি সেবার জন্য কল করেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন