যে ৫ কারণে আইফোন ৮ প্লাস কেনা উচিত নয়

  03-10-2017 02:33AM

পিএনএস ডেস্ক: অ্যাপলের স্পেসশিপ ক্যাম্পাসে বেশ কিছুদিন আগে ঘটা করে আইফোন টেন, ৮ এবং ৮ প্লাস স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করেছিল অ্যাপল।

এর মধ্যে আইফোন ৮ এবং ৮ প্লাস ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বিক্রি শুরু হয়েছে। আইফোন ৮ প্লাস স্মার্টফোনটির ডিজাইন এবং ফিচারের সাথে আগের আইফোন ৭ প্লাসের মিল আছে। তাই নতুন ফোন কিনে পুরনো ফিচার পাওয়াটা অপ্রত্যাশিতই বটে। নিচে আইফোন ৮ প্লাস স্মার্টফোনের কেন কেনা উচিত নয় তার পাঁচটি কারণে উল্লেখ করা হলো:

১. আইফোন ৭ প্লাসের মতো বৃহৎ ডিসপ্লে : আইফোন ৭ প্লাসের মতো একই ডিসপ্লেতে বাজারে এসেছে আইফোন ৮ প্লাস। আইফোন ৮ প্লাসে আছে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ফোনটির পিক্সেল ঘনত্বও আইফোন ৭ প্লাসের মতো। এর পিক্সেল ঘনত্ব ৪১০ পিপিআিই।

২. ব্যাটারি লাইফে কোন পরিবর্তন নেই : আইফোনের ব্যটারির কোন তথ্য প্রকাশ করে না অ্যাপল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে আইফোন ৮ প্লাস আইফোন ৭ প্লাসের মতো একই সময় ধরে ব্যাটিারি লাইফ ধরে রাখে। আইফোন ৮ প্লাস ২১ ঘন্টা একটানা টকটাইম, ১৩ ঘন্টা ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে। ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ নিতে সক্ষম।

৩. ডিজাইনে কোন ভিন্নতা নেই : আইফোন ৬ স্মার্টফোনের মতো একই ডিজাইনে বাজারে আসছে আইফোন ৮ প্লাস। ডিভাইসটির উপরে ও নিচে আইফোন ৭ প্লাসের মতো একই ধরণের বেজেল আছে।

৪. মডেলের রঙ সীমিত : আইফোন ৭ প্লাস যেখানে সিলভার, গ্রে, গোল্ড, রোজ গোল্ড এবং জেট ব্লাক রঙে বাজারে এসেছিল সেখানে আইফোন ৮ প্লাসের সিলভার, গ্রে এবং গোল্ড ভ্যারিয়েন্টটি পাচ্ছেন আপনি।

৫. ব্যাটারি সমস্যা : আইফোন ৮ প্লাসের ব্যাটারি ফুলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাইওয়ানের এক গ্রাহক অভিযোগ করেছেন আইফোন ৮ প্লাস চার্জ দিতে গিয়ে ব্যাটারি ফুলে যাওয়ায় ফোনটি দু’ভাগ হয়ে গেছে। ঠিক এরকম অভিযোগ করেছেন জাপানের এক ব্যবহারকারি। উল্লেখ্য, সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েব জানিয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যামপেরেক্স টেকনোলজি লিমিটেড আইফোন ৮ প্লাসের ব্যাটারি তৈরি করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন