২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার

  05-11-2017 06:22AM

পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ২৭ কোটি ভুয়া বা নকল অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছে সংস্থাটি। চলতি সপ্তাহেই তৃতীয় প্রান্তিকের এ হিসাব প্রকাশ করেছে ফেইসবুক।

শনিবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়- ভুয়া ও নকল অ্যাকাউন্টের যে সংখ্যা ফেইসবুক আগে ধারণা করেছিল বাস্তবে তার সংখ্যা কয়েক কোটি বেশি।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে তাদের ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে দুই থেকে তিন শতাংশ অ্যাকাউন্ট ভুয়া এবং অবাঞ্ছনীয়। এছাড়া আরো ১০ শতাংশ অ্যাকাউন্ট আসল গ্রাহকের ডুপ্লিকেট (নকল) অ্যাকাউন্ট।

সব মিলিয়ে প্রায় ১৩ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া বা নকল। সেই হিসাবে ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে প্রায় ২৭ কোটি অ্যাকাউন্ট ‘অবৈধ’।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে এমন নয়। বরং কিছু তথ্য আপডেটের কারণে তা যাচাই করা সহজ হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন