ইলন মাস্কের আকাশযানে চাঁদে যাবে নাসার বিজ্ঞানীরা

  17-04-2021 01:04PM

পিএনএস ডেস্ক : চাঁদে মানুষ পাঠানোর পরবর্তী মিশনে নতুন আকাশযান তৈরি করতে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সকে নির্বাচন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

শনিবার বিবিসি জানিয়েছে, এই আকাশযানে পরবর্তী পুরুষ এবং নারী চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।

মুন ল্যান্ডারটি স্পেসএক্স এর স্টারশিপ ক্রাপ্টের আদলে তৈরি করা হবে, এটি দক্ষিণ টেক্সাসের একটি সাইটে পরীক্ষা করা হচ্ছে।

নাসার এই প্রজেক্ট পেতে ইলন মাস্ককে জেফ বেজোসের অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। দুই পক্ষের মধ্যে ২.৮৯ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।
নাসা বিবৃতিতে বলেছে, ‘এই প্রজেক্টের মাধ্যমে নাসা এবং আমাদের অংশীদাররা ২১ শতকের প্রথম ক্রুদের চাঁদে অবতরণ করাবে।’

নাসা এই মিশনে নামছে আর্টেমিস প্রোগ্রামের অধীনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি শুরু হয়েছিল। ২০২৪ সালের মধ্যে সংস্থাটি চাঁদে আবার মানুষ পাঠাতে চায়।

ইলন মাস্ক মহাকাশযান নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। নাসা মনে করছে তার অভিজ্ঞতাই এক্ষেত্রে সফলতা এনে দেবে।
নতুন আকাশযানটি হিউম্যান ল্যান্ডিং সিস্টেম (এইচএলএস) নামে পরিচিতি পাবে।

নাসা আগে সাধারণত একটি কোম্পানির ওপর এসব ক্ষেত্রে ভরসা রাখত। গত কয়েক বছরে দেখা গেছে একাধিক কোম্পানির সঙ্গে তারা চুক্তি করে। যাতে একটি ব্যর্থ হলে আরেকটি কাজে লাগানো যায়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন