বন্যার কারণে লালমনিরহাটের ৩২৫টি বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

  17-08-2017 10:59AM


পিএনএস, লালমনিরহাট: বন্যার পানিতে বিদ্যালয় ডুবে যাওয়ায় লালমনিরহাটের ৩২৫টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার বিকালে জেলার সদর ও হাতীবান্ধা উপজেলার মোট ৩২৫ টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থাগিতের আদেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৯ আগষ্ট থেকে ২য় সময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের ৫ উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় পানি বন্দি হয়ে পড়ে। তিনি আরও জানান, এ ছাড়া বন্যার্ত লোকজন বসত-বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। অনেকেই এখনো বাড়ি ফেরেনি। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। সে কারণে লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলার ৩২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২য় সময়িক পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থাগিত করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৪৮ টি ও হাতীবান্ধা উপজেলায় ১৭৭ টি বিদ্যালয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন