নান্দাইলে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  14-09-2018 02:53PM


পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে হাইত উৎসবে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের ধনারামা গ্রামের খোকন মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও চরকান্দা ঝালিয়া বিলে এ ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হলে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও চরকান্দা ঝালিয়া বিলে হাইত উৎসবে মাছ ধরতে শত শত লোক একত্রিত হয়ে উৎসবে মেতে উঠে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে আজিজুল ইসলাম ঝলসে যায়। পরে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর এ সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের পর হাসপাতালে আনার পথেই মনে হয় তার মৃত্যু হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন