ঘাটাইলের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মা সামাবেশ

  22-09-2018 07:42PM

পিএনএস, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে ঘাটাইলের সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীকরণের দাবিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রায় চারশ শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বেঅনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত (নারী) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম এমপি।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আ. মালেক সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম।
সভাপতি

সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো.শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেদৌসী আক্তার (রুনু),টাঙ্গাইল সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নাহার, নেতা তানভীর রহমান সিএ,দাতা সদস্য আলহাজ্ব তৈয়বুর রহমান খান,অভিভাব সদস্য বীর মুক্তিযুদ্ধা আলী আকবর, মো.হাসান আলী, মো. জয়নাল আবেদীন প্রমুখসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ঘাটাইলের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি রেখে তৃণমূলে শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন সফল কর্মসূচী বাস্তবায়ন এবং নানা উন্নয়ন কর্মকা-র কথা তুলে ধরেন।
উল্লেখ্য : ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছনখোলায় প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। এটি জাতীয়করণ হলে শিক্ষার আরও বিস্তার ঘটবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন