লক্ষ্মীপুরে অটিজম, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

  06-12-2018 04:23PM

পিএনএস, লক্ষ্মীপুর সংবাদদাতা : অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহা: শাজাহান আলি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সদর ফাহমিদা মুস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন।

সদর উপজেলা মুনছুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফেনী সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আসাদুজ্জামান, লক্ষ্মীপুর সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: তবিবুর রহমান।

কর্মশালায় বিভিন্ন মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন