বসুরহাট পৌরসভা নির্বাচনের সরঞ্জাম বিতরণ

  15-01-2021 03:25PM


পিএনএস ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়।

এদিকে, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে থাকবে। এছাড়া বিজিবি ৪ প্লাটুন, পুলিশের ৯টি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম দুটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন থাকবেন।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৪৯৪ জন। আর পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন। বসুরহাট পৌরসভায় মোট জনসংখা প্রায় ৪০ হাজার।

উল্লেখ্য, আগামীকাল শনিবার বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র প্রার্থী তিনজন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৫ ও সংরক্ষিত প্রার্থী সাতজন রয়েছেন। মেয়র পদসহ ৯টি ওয়ার্ডে ও তিনটি সংরক্ষিত আসনে সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন