গাইবান্ধায় কুয়াশা উপেক্ষা করে নারী ভোটারদের ভীড়

  16-01-2021 12:52PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে আজ সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে বেলা এগারোটা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) অবধি ঘন কুয়াশায় পুরো এলাকা ঢেকে আছে নেই সূর্যের দেখা। তবুও তীব্র শীত কুয়াশা উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতিই বেশি।

গতকাল শুক্রবার বিকেলে দুই পৌরসভার কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়। তবে দুই পৌরসভাতেই আজ সকালে ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছানো হয়েছে। কিন্তু কেন্দ্রগুলোতে করোনা পরিস্থিতিতে কোন হাত ধোয়ার ব্যবস্থা যেমন নেই তেমনি সামাজিক দূরত্ব যেমন রক্ষা হচ্ছে না তেমনি মাস্ক পরিধানেও নেই কড়াকড়ি।

সকাল থেকে গাইবান্ধা পৌরসভার গাইবান্ধা সরকারি কলেজ কেন্দ্র, উত্তর পাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সরকারি কলেজ মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সরেজমিন ঘুরে দেখা গেছে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের দীর্ঘ অপেক্ষমান লাইন। পুরুষদের উপস্থিতি তুলনামূলক কম। উত্তর পাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. আনোয়ার হাসান বলেন, এখানে পুরুষ ভোটারের সংখ্যা ১ হাজার ৭৪৮ । আর নারী কেন্দ্রর প্রিজাইডিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান এখানে নারী ভোটার মোট ১ হাজার ৯৫৮ জন। বেলা ১১ টা পর্যন্ত মোট কত ভোট পড়েছে জানতে চাইলে তারা বলেন এখনও হিসাব করে দেখা হয়নি।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, জেলার দুইটি পৌরসভা নির্বাচনে ৫২৮ জন পুলিশ সদস্য, বিজিপি ৫ প্লাটুন, প্রয়োজনীয় সংখ্যক র্যা ব, আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১৪ জন পুলিশ ও আনসার, নয়জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নয়টি ভ্রাম্যমান দল, তিনটি স্টাইকিং ফোর্স নিরাপত্তায় কাজ করছে।

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীরা হচ্ছেন- শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (আ’লীগ), মো. শহিদুজ্জামান শহীদ (বিএনপি), মতলুবর রহমান (স্বতন্ত্র), মো. আনওয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র), মো. শামছুল আলম (স্বতন্ত্র), মো. আহছানুল করিম (স্বতন্ত্র) ও মো. মির্জা হাসান (স্বতন্ত্র) ।

সুন্দরগঞ্জ পৌরসভায় ৭ মেয়র প্রার্থীরা হচ্ছেন-মো. আব্দুল্লাহ আল মামুন (আ’লীগ), মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (জাপা), দেবাশীষ কুমার সাহা (আ’লীগ বিদ্রোহী), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (বিএনপি), মো. খয়বর হোসেন মওলা (আ’লীগ বিদ্রোহী), মো. আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), মো. গোলাম আহসান হাবীব মাসুদ (এনডিএম)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা পৌরসভায় মোট ভোট সংখ্যা ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট নেয়া হচ্ছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন