খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ

  19-03-2024 05:28PM

পিএনএস ডেস্ক: সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রিতে লোকসান হচ্ছে দাবি করে খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রধান বাজারে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীদের দাবি, গরুর মাংস কেনা পড়ছে এখন আনুমানিক ৮শ টাকা। এর মধ্যে হঠাৎ করে ৬৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে। এ দরে বিক্রি করলে লোকসান হচ্ছে দেখে মাংস বিক্রি বন্ধ রাখা হয়েছে। একই দাবি ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের।

এদিকে ব্রয়লার মুরগি ও গরুর মাংস ছাড়াও সরকারিভাবে নির্ধারিত মূল্যে অনেক পণ্য বিক্রি অসম্ভব বলছেন ব্যবসায়ীরা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন