রাস্তা পার হওয়ার সময় নারী পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

  30-03-2024 01:06AM

পিএনএস ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক কাজ শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় স্থানীয় কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে। রাত সাড়ে ১১টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিকের পরিচয় এখনো জানা যায়নি।

রাত ১২টায় গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন