কালিহাতীতে দুই স্থানে এফবিসিসিআইয়ের ত্রান বিতরন

  01-08-2017 05:32PM

পিএনএস, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ও সল্লা ইউনিয়নে যমুনার তীরবর্তী এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এফবিসিসিআই সদস্যরা উপস্থিত থেকে এ ত্রান বিতনন করেন । ত্রান হিসেবে ছিলো, পাঁচ কেজি চাউল,এক কেজি চিড়া,এক কেজি মুড়ি,ও এক কেজি গুড় ।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টা সময় গোহালিয়া বাড়ি ও দুপুর ১২টা সময় সল্লা ইউনিয়নে এই ত্রান বিতরন করা হয় ।

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভর পরিচালনায় গোহালিয়াবাড়ি ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক আবু নাসের, হাবিব উল্লাহ ডন ও রাশেদুল হোসেন চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুজ্জামান সোহেল,কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন,বঙ্গবন্ধু পূর্ব থানার ওসি আছাবুর রহমান,ও টাঙ্গাইলের সকল সাংবাদিক নেতৃবৃন্দ। ত্রাণ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী তালুকদর। এ সময় সংগঠনের পরিচালক আবু নাসেরের সহযোগিতায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন এফবিসিসিআই এর নেতৃবৃন্দ।

সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আঃ আলীম এর সভাপতিত্বে তিন শতাদিক বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’এর পরিচালক আবু নাসের,সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সাদেক আলী মোল্লা, সল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোঃ হান্নান মিয়া,ব্যাক সল্লা গনকেন্দ্রের সাধারন সম্পাদক,আসাদুজ্জামান পাভেল,সল্লা ইউনিয়নের সদস্য,শাজাহান তালুকদার,আবুল হোসেন,রফিকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন