টাঙ্গাইলে দুই হাজার বোতল ফেনসিডিল জব্দ, আটক ৪

  26-10-2016 05:00PM

পিএনএস ডেস্ক, টাঙ্গাইল: প্রায় দুই হাজার বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ঢাকাগামী দুটি পাথরবাহী ট্রাকে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়। এসময় চার মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা জেলার দারুস সালাম থানার দিয়াবাড়ী এলাকার মাহমুদুল হাসান পিয়াস, একই জেলার সাভার উপজেলার বেগুন বাড়ী এলাকার খোরশেদ আলম, পাবনা জেলার বেড়া উপজেলার শিবপুর গ্রামের ইকবাল শেখ ও পাবনা সদর উপজেলার কাঁচপাড়া মনোহরপুর গ্রামের হারুন অর রশিদ।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী দুপুরে র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী দুটি পাথরবাহী ট্রাক থেকে এক হাজার নয়শ ছয়চল্লিশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় চার মাদকবিক্রেতাকে আটক করা হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন