রাজধানীতে প্রতারকচক্রের দুই সদস্য গ্রেপ্তার

  20-01-2017 02:12PM

পিএনএস: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ পাসপোর্টসহ প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এরা হলেন, আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলাম। তবে এদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি র্যাব।

আজ শুক্রবার সকালে র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-২। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তার ৮৭টি ভূয়া সিল, ২টি ল্যাপটপ, ও অন্যান্য কাজগপত্রও জব্দ করা হয়।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক মোবাইল বার্তায় বলা হয়, প্রতারকচক্রের কাছ থেকে বহু পাসপোর্ট, বিভিন্ন অফিসের কর্মকর্তাদের ৮৭টি ভুয়া সিল, দুটি ল্যাপটপ ও অন্যান্য কাগজ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র‌্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) ইফতেখারুল মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে র‌্যাব-২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন