বুড়িমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি গরু পারাপারকারী আটক

  26-07-2017 05:26PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারী সীমান্তে লিটন মিয়া (২০) নামে এক বাংলাদেশি গরু পারাপার কারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোর রাতে উপজেলার বুড়িমারী সীমান্তের শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে তাকে আটক করে। লিটন মিয়া পাটগ্রাম উপজেলার ওই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোর রাতে বুড়িমারী সীমান্তের শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে লিটনসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপার করছিল।

এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল লিটন মিয়াকে আটক করে। বর্তমানে লিটন কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পে আটক অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, এ বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এছাড়াও এ ব্যাপারে বিজিবির বুড়িমারী কোম্পানি ও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন