বরিশালে ২৫ হাজার মিটার জালসহ আটক ৩

  15-10-2017 08:10PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিযে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি এসময় ২ শ’কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আঃ রউফ এর নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোফাজ্জেল হক চৌধুরী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ আওলাদ হোসেন, জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, এসআই মহিউদ্দিন ও এসআই আশুতোষসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো। পরে সকাল ১০ টায় জব্দ মাছ-জাল ও আটক জেলেদের কীর্তনখোলা নদীর ডিসিঘাটে নিয়ে আসা হয়। সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ জাল পুরিয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা। অপরদিকে আটক জেলেদের ভ্রাম্যমান আদালতের নিকট সোপার্দ করা হলে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন