পুটখালি সীমান্তে ১০টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

  11-12-2017 07:06PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আবারও ১ কেজি ১শ ৫০ গ্রাম ওজনের ১০টি স্বর্নের বারও দেড় লাখ টাকাসহ রনি হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে বেনাপোল পুটখালি গ্রামের আকরাম হোসেনের ছেলে। আটক সোনার মূল্য ৪৮ লাখ ৫ হাজার তিনশ টাকা বলে বিজিবি জানায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল হাকিম জানান, সোমবার দুপুরে বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। আটক করা হয় রনি হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখিত স্বর্ন ও দেড়লাখ টাকা। আটক সোনাসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন