বেরোবিতে ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন, প্রতি আসনে লড়ছে ৪৮ জন

  26-10-2016 10:25AM


পিএনএস, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান), বিএসসি এবং বিবিএ ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে ২৫ অক্টোবর। এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদভুক্ত ২১ টি ইউনিটে ১২ শত আসনের বিপরীতে আবেদন করেছে ৫৭ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী।

প্রতিটি আসনের বিপরীতে গড়ে লড়ছে প্রায় ৪৮ জন শিক্ষার্থী। সর্বোচ্চ ফরম জমা পড়েছে বি ইউনিটে, ১৪ হাজার ৯৭১ টি এবং সর্বনিম্ন আবেদন জমা পড়েছে এফ ইউনিটে, ৫ হাজার ১৮২ টি।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ (২৫ অক্টোবর বিকাল পর্যন্ত) হতে হিসাব করে দেখা গেছে, এ ইউনিটে ১৯৫ জনের বিপরীতে রেজিস্ট্রেশন ফরম তুলেছে শতকরা ১৩ জন। অর্থাৎ ১২ হাজার ৬৬৭ জন, যেখানে প্রতি আসনে লড়বে ৪৩ জন (প্রায়)। বি ইউনিটে ৩৪৫ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে শতকরা ২৬ জন। অর্থাৎ ১৪ হাজার ৯৭১ জন, প্রতি আসনে লড়বে ৯০ জন (প্রায়) । সি ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে শতকরা ১৩ জন অর্থাৎ মোট ৭ হাজার ৪৮৫ জন, প্রতি আসনে লড়বে ৩১ জন । ডি ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে শতকারা ১৭ জন অর্থাৎ মোট ৯ হাজার ৭৮৮ জন, যেখানে প্রতি আসনে লড়বে ৪১(প্রায়)। ই ইউনিটে ৮০ টি আসনের বিপরীতে আবেদন করেছে শতকরা ১৩ জন অর্থাৎ মোট ৭ হাজার ৪৮৫ জন, এখানে প্রতি আসনে লড়বে ১০ জন এবং এফ ইউনিটে আবেদন করেছে শতকরা ৯ জন অর্থাৎ মোট ৫ হাজার ১৮২ জন পরীক্ষার্থী, যেখানে প্রতি আসনে লড়বে ৯ জন।

অনুষদভিত্তিক এবারের পরীক্ষায় মোট ১২ শত আসনের বিপরীতে রেজিস্ট্রেশন ফরম জমা পড়েছে মোট ৫৭ হাজার ৫৮১ জন। আগামী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছিলো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন