বাকৃবিতে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

  06-01-2017 09:55PM

পিএনএস: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৮৭-৮৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে। ‘বন্ধুত্বের ২৭ বছর’ স্লোগানে দুই দিনব্যাপী এ পুনর্মিলনী উৎসবে ক্যাম্পাসে নানা আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. আকবর আলী। পরে বিকেল সাড়ে ৪টার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দুদিনব্যাপী এ উৎসবের আয়োজনের মধ্যে রয়েছে স্মৃতিচারণা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যা ফল ড্র ও খেলাধুলা। উৎসব উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিলভাবে সাজানো হয়েছে।

প্রায় ১৭০ জন সাবেক শিক্ষার্থী পরিবার নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আগামীকাল শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। সাবেক এই শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উৎসবে দীর্ঘদিন পর প্রাণের বন্ধুটিকে কাছে পেয়ে দিনভর আড্ডা, খুনসুটিতে মেতে ওঠেন তাঁরা।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন