বেরোবিতে ভর্তির ৩য় মেধা তালিকা প্রকাশে সমন্বয়হীনতা

  07-02-2017 01:44PM


পিএনএস, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মঙ্গলবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তির ৩য় মেধা তালিকা প্রকাশে সমন্বয়হীনতা লক্ষ করা গেছে। ৬ ফেব্রুয়ারি ৩য় মেধা তালিকার ফলাফল প্রকাশের সময় ও তারিখে এ সমন্বয়হীনতা দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেখা যায়, প্রথমে ২৪ জানুয়ারির তারিখে “2nd subject Allocation’’ লিংকে ৩য় মেধা তালিকা প্রকাশ করে আলাদা তারিখের লিংক না দিয়ে। পরে ২৪ জানুয়ারির লিংক মুছে দিয়ে সকাল ১০ টার পর ৬ ফেব্রুয়ারি তারিখের (NEW-link-corrected) লিংক দিয়ে ৩য় মেধা তালিকা প্রকাশ করে। একই সাথে ২য় মেধা তালিকার অটো মাইগ্রেশন ফলাফলও প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

সমন্বয়হীনতার ব্যাপারে ফলাফল আপলোডকারি দায়িত্বরত শিক্ষক আবুল কালাম আজাদকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তাড়াহড়োর কারণে এমনটি হয়েছে।

প্রকাশিত ৩য় মেধা তালিকার ভর্তি সম্পন্ন হবে ১২ ফেব্রুয়ারি।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন