জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

  24-02-2017 07:19AM


পিএনএস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৯ মার্চ থেকে শুরু হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ আলী বলেন, আগামী ৯ মার্চ থেকে প্রথম বর্ষের (৪৬ তম অবর্তন) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ইতোমধ্যে আমরা মেধা তালিকার ভর্তি সম্পন্ন করেছি। এক সপ্তাহের মধ্যে কোটার ভর্তি সম্পন্ন করা হবে। এছাড়া ২৬ তারিখে হল প্রভোষ্ট কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে যেখানে হল বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।

এ বছর ছয়টি অনুষদের অধীনে মোট ৩৪টি বিভাগ ও দুইটি ইনিস্টিটিউট মিলিয়ে মোট ২০৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। যার মধ্যে ছাত্র ১০২৭ ও ছাত্রী ৯৯৩ জন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন