এসএসসির ফল চ্যালেঞ্জ করেছে আড়াই লাখ পরীক্ষার্থী

  16-05-2017 09:33AM


পিএনএস ডেস্ক: এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করেছে আড়াই লাখ শিক্ষার্থী। শিক্ষা বোর্ডগুলোতে জমা পড়েছে পাঁচ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন। আর এর মধ্যে ৭৯ ও ৩২ পাওয়াদের সংখ্যাই বেশি। ৩০শে মে প্রকাশ করা হবে এর ফল।

এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক তিন-পাঁচ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থী ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ পরীক্ষার্থী। তিন ক্ষেত্রেই অন্য বছরের ফল খারা হয়েছে এবার। আর এর কারণ হিসেবে নতুন মূল্যায়ণ পদ্ধতির বিষয়টি সামনে আনেন শিক্ষামন্ত্রী।

তবে প্রকাশের পর দিন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শুরু করেন অভিভাবকেরা। মাদ্রাসা-কারিগরিসহ আট সাধারণ শিক্ষাবোর্ডে আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন