সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও!

  20-05-2017 01:41PM

পিএনএস ডেস্ক: শিক্ষকদের চার মাসের বকেয়া বেতনের দাবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ সেন্টার সাইফুরস এর প্রধান কার্যালয় ঘেরাও করা হয়েছে।

এদিকে শনিবার সকাল ১০টার দিকে পান্থপথের ১৫১/৭ গ্রিনরোড, গুডলাক সেন্টারের চতুর্থতলায় একটি কক্ষে আটকে রাখা হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন, এমডি ও এডভাইসারকে।

সাইফুরস এর ভুক্তভোগী এক শিক্ষক জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাইফুরসের ঢাকার ১৪টি শাখা ও ঢাকার বাইরের ২৪টি শাখার প্রায় সাড়ে চার’শ শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদেরও বেতন দেয়া হয়নি। বেতন চাইতে গেলে চেয়ারপারসন শাওন তারা খান ডলি তাদের অপারগতা প্রকাশ করেন। ডলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খানের চতুর্থ স্ত্রী। ওই প্রতিষ্ঠানে ডলি যোগ দেয়ার পর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনের প্রায় পৌনে দুই কোটি টাকা লুটপাট হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

খবর পেয়ে কলাবাগান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ওসি ইয়াসিন আরাফাত বলেন, বিষয়টি নিয়ে শিক্ষক ও সাইফুরস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার প্রক্রিয়া চলছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন