এবার শিক্ষা ক্যাডারে নিয়োগ পাচ্ছে ৯৫৫

  23-06-2017 02:11AM



পিএনএস ডেস্ক: ৩৮তম বিসিএসের মাধ্যমে নতুন করে ৯৫৫ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে। দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজ ও মাদরাসায় এসব শিক্ষককে নিয়োগে সুপারিশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সম্প্রতি প্রকাশিত ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ৩৮তম বিসিএস পরীক্ষায় ২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ ক্যাডারে ৫২০টি পদ রয়েছে।

সাধারণ কলেজ ও মাদরাসায় ৮৩৯ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে প্রভাষক পদে ১১৬ জন নিয়োগ পাবেন। উল্লেখ্য, আগামী ১০ জুলাই ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে। শেষ হবে ১০ আগস্ট। এবারই প্রথম বাংলা ও ইংরেজিতে উত্তরপত্র দেয়ার সুবিধা চালু করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন